Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার নিয়ে নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক

প্রকাশের সময় : ১৪ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : একেবারেই ভিন্ন বিষয় নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘কক্ষ নাম্বার ৫২’। বিশুদ্ধ বাংলায় কথা বলার জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র, যেটির কক্ষ নাম্বার ৫২। যেখানে সারা দেশের বিভিন্ন এলাকার মানুষ আসে প্রমিত বাংলা ভাষায় কথা শেখার জন্য। তাদের এই আসার পেছনেও ব্যক্তিগত কিছু কারণ রয়েছে। আছে তাদের গল্পও। কেউ প্রেমিকের সামনে সুন্দর করে কথা বলা, কেউ নায়িকা হওয়ার জন্য শুদ্ধ বাংলা আবার কেউবা সমাজে নিজেকে বিশুদ্ধ বাঙালি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য শুদ্ধ বাংলা শিখতে চায়। একজন ভাষা সৈনিকের নাতনী (তানিয়া আহমেদ) এই প্রশিক্ষণ কেন্দ্রটি গড়ে তোলেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষার্থীরা একসাথে হওয়ার পর এই প্রশিক্ষণ কেন্দ্রটি হয়ে উঠে অন্যরকম। হাসি-কান্না, সুখ-দুঃখ নিয়ে চলতে থাকে তাদের প্রশিক্ষণ। এমন এক গল্প নিয়ে নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘কক্ষ নাম্বার ৫২’। লিটু সাখাওয়াতের রচনা ও রহমতউল্লাহ তুহিনের পরিচালনায় এতে অভিনয় করছেন তানিয়া আহমেদ, ডা. এজাজ, ফারুক আহমেদ, শাহাদাত হোসেন, স্বাধীন খসরু, রাসেল মামুন অপু, নাবিলা ইসলাম, সায়কা আহমেদ, সুমি, তানভীর রিজভী, অর্ণব প্রমুখ। নাটকটির শুটিং শুরু হওয়ার প্রাক্কালে শিল্পী-কলাকুশলীদের এক আনন্দ আড্ডা এবং মহড়া শুরু হয়। যেখানে পরিচালক নাটকটির শিল্পীদের নিয়ে একটি মতবিনিময় করেন। এসময় নাটকটির পরিচালক রহমতউল্লাহ তুহিন বলেন, ‘আমাদের ভাষা নিয়ে ১৯৫২ সালে ভাষা আন্দোলন হয়। সারাবিশ্বে এটাই প্রথম। তাই এই ভাষার মর্যাদা আমাদের রক্ষা করা উচিৎ যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে। খাইতেছি, যাইতাছি, আইতাছি টাইপের ভাষা বর্তমান প্রজন্মের মধ্যে বেশি ভর করেছে। তাই আমরা শুদ্ধ বাংলা ভাষা কিভাবে উপস্থাপন করা যায়, তা নাটকের মাধ্যমে উপস্থাপন করতে যাচ্ছি। তবে অবশ্যই কাউকে ভাষা শেখানো জন্য এটা করছি না। তাই বিষয়টাকে কেউ ভুল বুঝবেন না। আমরা নতুন প্রজন্মের কাছে শুদ্ধ বাংলাটা কেমন হওয়া উচিৎ তা বোঝাতে চাচ্ছি। আশা করছি, বিষয় বৈচিত্র্য হওয়ার কারণে নাটকটি অনেক ভালো লাগবে। কেননা এতে একটা সুন্দর গল্প আছে। নাটকটিতে একেকটি চরিত্র একেক রকম।’



 

Show all comments
  • Rasel Robi ১৪ মে, ২০১৬, ১১:৪৪ এএম says : 0
    Good
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার নিয়ে নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ