Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গড় সাফল্য পেয়েছে ‘এক লাড়কি কো দেখা তো এয়সা লাগা’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

গত শুক্রবার ‘আমাবাস’, ‘এক লাড়কি কো দেখা তো এয়সা লাগা’, ‘ফকির অফ ভেনিস’ এবং ‘উমাকান্ত পান্ডে পুরুষ ইয়া..’ ফিল্মগুলো মুক্তি পাবার কথা ছিল, শেষ পর্যন্ত সবগুলো মুক্তি পায়নি। এর মধ্যে ‘এক লাড়কি কো দেখা তো এয়সা লাগা’ ফিল্মটি গড় আয় করেছে। চলচ্চিত্রটির যেমন পটভূমি তাতে এমনটাই প্রত্যাশা করা হয়েছিল।
শেলি চোপড়ার পরিচালনায় ‘এক লাড়কি কো দেখা তো এয়সা লাগা’তে অভিনয় করেছেন অনিল কাপুর, সোনম কাপুর আহুজা, রাজকুমার রাও, জুহি চাওলা, বৃজেন্দ্র কালা, মধুমিতা কাপুর, সীমা পাহবা, রেজিনা ক্যাসেন্ড্রা। চলচ্চিত্রটির বিষয়বস্তু সাধারণ দর্শকের কাছে অপরিচিত মনে হওয়াতে প্রায় অনেকে এটি এড়িয়ে গেছে। তাও প্রথম দিনে ফিল্মটি আয় করেছে ৩.৩ কোটি রুপি। শনিবার ফিল্মটির আয় ৪.৬৫ কোটি রুপি। রবিবারের ৫.৫৮ কোটি রুপি আয়ে ১৩.৫৩ কোটি রুপি। সোমবার ফিল্মটি আয় করেছে ১.৫৫ কোটি রুপি।
এই সপ্তাহান্ত পর্যন্ত ‘মণিকর্ণিকা : দ্য কুইন অফ ঝাঁসি’ আয় করেছে ৭৯ কোটি রুপি। ‘থাকরে’র সর্বশেষ আয় ৩২ কোটি রুপি। ২৪০ কোটি রুপি আয় ছাড়িয়ে ‘সিম্বা’ ব্লকবাস্টারের মর্যাদা পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ