বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দুই ছাত্রকে র্যাগিংয়ের অপরাধে অবশেষে সেই ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. নাজমুল হক বাদী হয়ে গোপালগঞ্জ থানায় তথ্য প্রযুক্তি আইনের ২৯ ধারা ও দণ্ডবিধির ৩৪২ ও ৫০৬ ধারায় এ মামলা দায়ের করেন। গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার র্যাগিংয়ের অপরাধে প্রক্টরিয়াল বডির এক সভায় ওই ৬ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ছাত্র শিপন আহমেদ, শাহীন মিয়া, হৃদয় কুমার ধর, তূর্য হালদার ও আশিকুজ্জামান খান লিমনকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।
উল্লেখ্য, শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. রাজেশ হোসেন শিথিল ও মাহমুদ আল হাসানকে ক্যাম্পাসের বাইরে গোবরা গ্রামের একটি মেসে নিয়ে র্যাগ দেন ওই ছয় শিক্ষার্থী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।