Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনুশকা ভেবে ভুল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

দিন কয়েক আগেই পাকিস্তানে খুঁজে পাওয়া গিয়েছিল বলিউড অভিনেতা সলমন খানের ‘ডুপ্লিকেট’। এ বার ‘একই রকম দেখতে’ খুঁজে পাওয়া গেল বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মারও। ‘পরী’ অভিনেত্রীকে মার্কিন গায়িকা জুলিয়া মাইকেলস-এর সঙ্গে গুলিয়ে ফেলে টুইট করলেন জনৈক মহিলা।
অনুষ্কা ও জুলিয়া, দু’জনকেই টুইটারে ট্যাগ করে সেই মহিলা অনুষ্কার উদ্দেশ্যে লেখেন যে, ‘এটা কি সত্যিই তুমি? অসাধারণ সুন্দরী তোমরা দু’জনেই!’ ইন্টারনেটে বেশ জনপ্রিয় হয় টুইটটি। নেটিজেনদের নানা রকম মজার কমেন্টও আসতে থাকে এই টুইটের প্রেক্ষিতে।
এক জন টুইটার ব্যবহারকারী লেখেন যে, ‘অনুষ্কা কী নিজের চুলে রং করেছেন?’ কিন্তু হঠাৎ এই আলোচনা শুরু হলই বা কেন?
জানা যাচ্ছে যে, এর আগে জুলিয়া ইনস্টাগ্রামে নিজের একটি ছবি দিয়েছিলেন। সেখানেই সবাই তাকে অবিকল অনুষ্কার মতো লাগছে বলতে শুরু করেন। কেউ কেউ তাকে এমনও লেখেন যে, তিনি অনুষ্কার যমজ বোন কি না?
জুলিয়া মাইকেলস সঙ্গীতের শ্রেষ্ঠ পুরস্কার গ্র্যামির জন্য বিবেচিত হয়েছিলেন। সম্প্রতি রিলিজ হয়েছে সেলেনা গোমেজের সঙ্গে তার নতুন গান ‘অ্যাংজাইটি’। সূত্র: টাইমস নাউ নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ