Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিলি সীমান্ত এলাকা পরিদর্শন করলেন বিজিবির মহাপরিচালক

হিলি সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৯, ২:২১ পিএম

দিনাজপুরের হিলি সীমান্তের বাসুদেবপুর ক্যাম্প পরিদর্শন করলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টায় জয়পুরহাট থেকে সড়কপথে দিনাজপুরের ফুলবাড়ি যাওয়ার পথে তিনি হিলি সীমান্তের বাসুদেবপুর ক্যাম্প পরিদর্শনে আসেন। 

এসময় তাকে বিজিবি রংপুর জোনের রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবু তাহের মোহাম্মদ ইব্রাহিম, দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল সোহরাব হোসেন ভুইয়া ও জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক শুভেচ্ছা জানান। 

পরে তিনি ক্যাম্পের বিভিন্ন স্থাপনা পরিদর্শন এবং সৈনিকদের সাথে কুশল বিনিময় করেন। এর পরে তিনি সৈনিকদের নিকট প্রশিক্ষনের বিভিন্ন কার্যক্রম দেখেন। এসময় তিনি ভালো কাজের জন্য সৈনিককে পুরস্কৃত করেন। এর পরে সকাল পৌনে ১১টায় তিনি ফুলবাড়ির উদ্দেশ্যে বাসুদেবপুর ক্যাম্প ত্যাগ করেন।

wnwj mxgvšÍ GjvKv cwi`k©b Ki‡jb wewRwei gnvcwiPvjK

 

wnwj msev``vZv

w`bvRcy‡ii wnwj mxgv‡šÍi evmy‡`ecyi K¨v¤ú cwi`k©b Ki‡jb eW©vi MvW© evsjv‡`k (wewRwe)Õi gnvcwiPvjK †gRi †Rbv‡ij mvwdbyj Bmjvg| AvR g½jevi mKvj †mvqv 10Uvq RqcyinvU †_‡K moKc‡_ w`bvRcy‡ii dzjevwo hvIqvi c‡_ wZwb wnwj mxgv‡šÍi evmy‡`ecyi K¨v¤ú cwi`k©‡b Av‡mb|

 

Gmgq Zv‡K wewRwe iscyi †Rv‡bi wiwRIbvj KgvÛvi weª‡MwWqvi †Rbv‡ij Avey Zv‡ni †gvnv¤§` Beªvwng, w`bvRcy‡ii †m±i KgvÛvi K‡b©j †mvnive †nv‡mb fzBqv I RqcyinvU-20 wewRwe e¨vUvwjq‡bi AwabvqK †j.K‡b©j iv‡k` †gvnv¤§` Avwbmyj nK ï‡f”Qv Rvbvb|

 

c‡i wZwb K¨v‡¤úi wewfbœ ¯’vcbv cwi`k©b Ges ˆmwbK‡`i mv‡_ Kzkj wewbgq K‡ib| Gi c‡i wZwb ˆmwbK‡`i wbKU cÖwkÿ‡bi wewfbœ Kvh©µg †`‡Lb| Gmgq wZwb fv‡jv Kv‡Ri Rb¨ ˆmwbK‡K cyi¯‹…Z K‡ib| Gi c‡i mKvj ‡cŠ‡b 11Uvq wZwb dzjevwoi D‡Ï‡k¨ evmy‡`ecyi K¨v¤ú Z¨vM K‡ib|

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজিবির মহাপরিচালক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ