Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘুম না ভাঙায়...

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

ঘুম না ভাঙ্গায় রাজশাহীতে এসএসসি পরিক্ষার দ্বিতীয় দিনে দুই ঘণ্টা দেরিতে কেন্দ্রে আসায় পরীক্ষা দিতে পারেনি এক পরীক্ষার্থী। রাজশাহী শিক্ষাবোর্ডে মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘুমিয়ে থাকায় দুই ঘণ্টা দেরিতে সে কেন্দ্রে আসে।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আনারুল হক প্রামাণিক বলেন, পরীক্ষা শুরু আধা ঘন্টা আগে কেন্দ্রে আসার কথা থাকলেও এক শিক্ষার্থী পরীক্ষা শুরু দুই ঘন্টা পরে আসে। দেরিতে আসায় তাকে পরীক্ষা দিতে দেয়া হয়নি।

দেরির কারণ হিসেবে শিক্ষার্থী কেন্দ্র সচিবকে জানায়, সে ঘুমিয়ে ছিলো। আর জানতো না আজ পরীক্ষা ছিলো কি না। শিক্ষার্থী ছিলেন বিজিবি স্কুলের তার কেন্দ্র ছিলো শিক্ষাবোর্ডে মডেল স্কুল অ্যান্ড কলেজ।

উল্লেখ্য, রোববার রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘুম না ভাঙায়

৫ ফেব্রুয়ারি, ২০১৯
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ