Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে এসএসসি পরীক্ষার ৮ কেন্দ্রসচিবকে অব্যাহতি

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

এসএসসি পরীক্ষার প্রথমদিনে ভুল প্রশ্নপত্র দেয়ায় আরও ৭ শিক্ষককে কেন্দ্রসচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল (সোমবার) চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। এ নিয়ে ৮ জনকে অব্যাহতি দেয়া হলো। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান জানান, ওই ৮ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এসব কেন্দ্রে নতুন সচিব নিয়োগ করা হয়েছে।

তারা হলেন ডা. খাস্তগীর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের সাহেদা আক্তার, মিউনিসিপ্যাল মডেল স্কুল ও কলেজের শাহেদুল কবির চৌধুরী, হালিশহরে গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মো. রফিকুল ইসলাম, কক্সবাজারের উখিয়ার পালংখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের আজিজুল এহসান মানিক, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের রোকেয়া খানম, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মো. নাসির উদ্দিন, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের আবুল হাশেম।

এর আগে রোববার নগরীর পতেঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ওবায়দুল হককে কেন্দ্রসচিবের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়। গত শনিবার বাংলা প্রথম পত্রের পরীক্ষায় ওই ৮টি কেন্দ্রে এক বছর আগের সিলেবাসে প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা নেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এসএসসি পরীক্ষার ৮ কেন্দ্রসচিবকে অব্যাহতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ