Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজিবির জানুয়ারি মাসে ৫১ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ

বিশেষ সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

বিজিবি গত জানুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৫০ কোটি ৪১ লক্ষ ৭৬ হাজার টাকার বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদক দ্রব্য জব্দ করেছে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল, বিদেশী মদ, বাংলা মদ, বিয়ার, গাঁজা এবং ট্যাবলেট।
বিজিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে স্বর্ণ, শাড়ি, তৈরী পোশাক, থান কাপড়, পাথরের মূর্তি, কাঠ, চা পাতা ও মোটর সাইকেল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১০টি পিস্তল, ১০টি ওয়ান শুটার গান, ১টি ওয়ান শুটার পিস্তল, ১টি দেশীয় বন্দুক, ৬২ রাউন্ড গুলি, ১২টি ম্যাগাজিন এবং ১ কেজি ৭৫০ গ্রাম গান পাউডার। বিজিবি’র অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৭৫ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের জন্য ১৪৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজিবির চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ