Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে সাবেক স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৯, ৭:০০ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাবেক স্ত্রীকে হত্যার দায়ে প্রাক্তন স্বামীকে মৃত্যুদন্ড রায় প্রদান করেছে আদালত। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করে আদালত। সোমবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন অতিরিক্ত দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক শওকত আলী। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি হলেন- শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর মিয়াপাড়ার আমির হোসেনের ছেলে সুমন আলী। মামলার বিবরণে জানা গেছে- শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর বাগানপাড়ার নুর আলমের মেয়ে সীমার সঙ্গে ২০১২ সালে বিয়ে হয় সুমনের। বিয়ের পর থেকেই স্ত্রী ফারজানা আকতার সীমাকে কারণ অকারণেই মারধর করতো সুমন। পরে ২০১৫ সালে গ্রাম্য শালিসের মাধ্যমে তাদের বিয়ে বিচ্ছেদ হয়। এর পরেও সুমন পথে ঘাটে সীমাকে বিরক্ত করে আসছিল। এক পর্যায়ে ২০১৬ সালের ৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে সুমন ছুরি হাতে সীমাদের বাড়িতে প্রবেশ করে সীমা ও তার মা দিলুয়ারা বেগমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই সীমা মারা যান। ঘটনার ওইদিন রাতেই নিহত সীমার ছোট ভাই কামরুজ্জামান বাদি হয়ে সুমনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে সুমনকে অভিযুক্ত করে ২০১৭ সালের ৬ জানুয়ারী আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সারোয়ার রহমান। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আঞ্জুমান আরা জানান, আদালতে ১১ জন স্বাক্ষীর স্বাক্ষ্য প্রদান ও যুক্ততর্ক শেষে বিজ্ঞ বিচারক উপরোক্ত রায় প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বামীর মৃত্যুদন্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ