বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সারাদেশের ৬৮টি কারাগারে ১২০ জন চিকিৎসকের শুন্য পদে নিয়োগ চেয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন। সোমবার রেজিস্ট্রি ডাকযোগে নোটিশ পাঠানো হয়। আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এবং কারা অধিদফতরের প্রধান বরাবর নোটিশটি পাঠানো হয়েছে বলে ইনকিলাবকে জানিয়েছেন নোটিশ প্রেরণকারী আইনজীবী। আগামী ৭ দিনের মধ্যে চিকিৎসক নিয়োগ ও প্রয়োজনীয় বাসস্থানের সুব্যবস্থা করার জন্য নোটিশে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে ওই আইনজীবী জানান।
নোটিশে উল্লেখ করা হয়, দৈনিক পত্রিকার প্রতিবেদন ও কারাকর্তৃপক্ষ থেকে পাওয়া তথ্য অনুসারে দেখা গেছে, সারা দেশের প্রায় ৬৮টি কারাগারে মোট ১২৯ জন চিকিৎসক কমর্রত থাকার কথা। কিন্তু সারা দেশে মাত্র ৯ জন চিকিৎসক প্রায় ৮৯ হাজার কারাবন্দিকে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। এমনিতেই নির্দিষ্ট পরিমাণের তুলনায় দেশের কারাগারগুলোতে বন্দিদের সংখ্যা তুলনামূলকভাবে খুব বেশি। একইসঙ্গে নির্দিষ্ট সংখ্যক চিকিৎসক না থাকায় কারাবন্দিদের চিকিৎসার স্বাভাবিক প্রক্রিয়া ব্যহত হচ্ছে। আগামী সাত দিনের মধ্যে দেশের ৬৮টি কারাগারে অবশিষ্ট ১২০ জন চিকিৎসক নিয়োগ দিতে নোটিশে উল্লেখ করা হয়েছে। অন্যথায়, প্রতিকার চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করা হবে বলে সাংবাদিকরে জানান নোটিশ প্রদানকারী আইনজীবী মো. জে আর খান রবিন। প্রসঙ্গ, গত বছরের দেশের কারাগারে চিকিৎসক নিয়ে দৈনিক ইনকিলাবে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনসহ আরো কয়েকটি প্রতিবেদন সংযুক্ত করে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।