Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন খুলনার ডিআইজি

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৯, ৫:২৪ পিএম

রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন খুলনার ডিআইজি মোঃ দিদার আহম্মদ বিপিএম। তিনি ২০১৭ সালে রেঞ্জ ডিআইজি হিসেবে খুলনায় যোগদান করেন। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন, আইন-শৃঙ্খলা, জঙ্গি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সার্বিক ভাবে ১০টি জেলায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার নিজ হাতে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পরিয়ে দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে ১৯৯১ সালে ১২তম বিসিএস (পুলিশ) সার্ভিসে যোগদান করেন তিনি। তিনি পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীতে মৌলিক প্রশিক্ষণ ও ভার্টিয়ারী, চট্রগ্রামে বিএমএ কোর্স করেন।
দীর্ঘ ২৯ বছর চাকুরী জীবনে সহকারী পুলিশ সুপার, ক-সার্কেল, খুলনা, সহকারী পুলিশ সুপার, সাভার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ভোলা, অতিরিক্ত পুলিশ সুপার, ব্রাম্মনবাড়িয়া, ডিসি কেএমপি, পুলিশ সুপার, রংপুর, পুলিশ সুপার, রাজশাহী, পুলিশ সুপার, যশোর, পুলিশ সুপার, বান্দরবান, অতিরিক্ত ডিআইজি, খুলনা রেঞ্জ সর্বশেষ অতিরিক্ত কমিশনার ডিএমপি, ডিবির প্রধান হিসেবে দায়িত্ব পালন শেষে ২০১৭ সালে খুলনা রেঞ্জে ডিআইজি হিসেবে দায়িত্বভার গ্রহণ করে খুলনা রেঞ্জে ১০ টি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০১৮ সালে বাংলাদেশ সরকার কর্তৃক বাংলাদেশ পুলিশ পদকে (বিপিএম) ভূষিত হয়েছেন। এছাড়াও তিনি ভাল কাজের স্বীকৃতি স্বরূপ ০৪ বার আইজিপি ব্যাজ পেয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাষ্ট্রপতি পুলিশ পদক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ