বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
(কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লা জেলার বরুড়া উপজেলার এবারের এসএসসি ও দাখিল পরীক্ষার মোট ৪৫৩১ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৩৯৫৯ এবং ফেল ৫৭২ জন শিক্ষার্থী। উপজেলার ৪৪টি বিদ্যালয় থেকে ৩৪৯১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করে ২৯৯৭ জন। ফেল করে ৪৯৪। ৩০টি মাদ্রাসায় ১০৪০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৯৬২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। ফেল করে ৭৮ জন। ৪৪টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে ১টি উচ্চ বিদ্যালয় শতভাগ পাস করে। বিদ্যালয়টি হচ্ছে নলুয়া মনোহরপুর উচ্চ বিদ্যালয়। ৪৪টি উচ্চ বিদ্যালয়ের ২২টি উচ্চ বিদ্যালয় থেকে ১টিও জিপিএ-৫ পায়নি। এর মধ্যে সবচেয়ে খারাপ করেছে ল²ীপুর শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়। তাদের পাসের হার ৫৯.০৯%। এরপর খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজ তাদের পাসের হার ৫৯.৩০%। সবচেয়ে বেশি ফেল করেছে আমড়াতলী সিআলী উচ্চ বিদ্যালয় ৪২ জন। কাদবা তলাগ্রাম উচ্চ বিদ্যালয় ৩৮ জন ও বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় ৩২ জন। ৩০টি মাদ্রাসার মধ্যে ২৪টি মাদ্রাসায় জিপিএ-৫ পায়নি। এবং শতভাগ পাস করেছে ৮টি মাদ্রাসা। মাদ্রাসাগুলো হচ্ছে- পাঁচথুবি আহমদিয়া ফাজিল মাদ্রাসা, নলুয়া তুলাগাঁও দাখিল মাদ্রাসা, আগানগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, শাকপুর ফাজিল মাদ্রাসা, বোয়ালিয়া বাতেনিয়া ফাজিল মাদ্রাসা, ছিদ্দিকুননেছা মহিলা দাখিল মাদ্রাসা, রাড়ী মহিলা মাদ্রাসা, কালোরা এজেডএ মহিলা মাদ্রাসা। এবারের এসএসসি পরীক্ষায় রেজাল্ট খারাপ হওয়ায় অভিভাবক ও ছাত্রছাত্রীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।