Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিআরবি হসপিটালসের নতুন সিইও ডা. দবির

প্রকাশের সময় : ১৩ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. দবির আহমেদ সম্প্রতি বিআরবি হসপিটালস্ লি.-এর (প্রাক্তন গ্যাস্ট্রলিভার হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট লিমিটেড) চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে যোগদান করেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে ¯œাতক ও নিপসম থেকে জনস্বাস্থ্য ও হাসপাতাল ব্যবস্থাপনায় প্রথম স্থান অধিকার করে ¯œাতকোত্তর ডিগ্রী লাভ করেন। দেশে বিদেশে চিকিৎসাসেবা, হাসপাতাল ব্যবস্থাপনা ও বিপণনে তার রয়েছে সুদীর্ঘ ৩০ বছরের পেশাগত অভিজ্ঞতা। ডা. দবির সৌদি সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধীনে চিকিৎসক হিসেবে ও স্বাস্থ্য প্রসাসনে পরিচালক হিসাবে সফলতার সাথে দীর্ঘ দিন কাজ করেছেন। ইতিপূর্বে তিনি ইউএনডিপি’র স্বাস্থ্য প্রজেক্টে ব্যবস্থাপনা বিশেষজ্ঞ হিসেবে ও ফ্রান্সের বহুজাতিক ওষুধ কোম্পানি ‘স্যানোফি-এ্যাভেনটিস’ বাংলাদেশের অনকোলজি বিভাগের প্রধান হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। বি আর বি হসপিটালস লি.-এ যোগদানের পূর্বে তিনি ইউনাইটেড হসপিটালে ডিরেক্টর ক্লিনিক্যাল অপারেসনস্ হিসেবে কর্মরত ছিলেন। ডা. দবির আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, জার্মানী, ফ্রান্স, অস্ট্রিয়া, ইতালি, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, স্পেন, ডেনমার্ক ও মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বহুদেশে মেডিক্যাল কনফারেন্সে ও ওয়ার্কসপে অংশগ্রহন করে তার পেশাগত অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করেছেন। স্বাস্থ্য সেবার পাশাপাশি ডা. দবির আহমেদ একজন দক্ষ সংগঠক ও মিডিয়া ব্যক্তিত্ব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিআরবি হসপিটালসের নতুন সিইও ডা. দবির
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ