Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

প্রবাসীদের নিয়ে মানহানিকর বক্তব্য ওসি মোর্শেদকে প্রত্যাহার দাবি

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

 প্রবাসীদের নিয়ে মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগে ফেনীর ছাগলনাইয়া থানার ওসি এমএম মোর্শেদকে প্রত্যাহার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে প্রবাসী পরিবার ঐক্য পরিষদ ফাউন্ডেশন। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৩ জানুয়ারি ছাগলনাইয়ার ওসি এমএম মোর্শেদ স্থানীয় হিছাছরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে বাল্য রোধ, মাদক, ইভটিজিং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মোবাইল ফোনের অপব্যবহার নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন। বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রায় এক কোটি ৩০ লাখ প্রবাসীকে অপমান করে তিনি বলেন, প্রবাসীদের তোমরা কেউ বিয়ে করবে না। বিয়ে করলে তারা তিন মাস পরে চলে যায়। তারপর তাদের মায়েরা তোমাদের সাথে কাজের মেয়ের মত আচরণ করবে। যদি তোমাদের মা-বাবা জোর করে বিয়ে দিতে চায় তাহলে তোমরা ৯৯৯ নাম্বারে কল দেবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রবাসী

২ মার্চ, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ