পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘ শান্তি রক্ষী বাহিনীকে মিয়ানমারে পাঠানোর দাবি জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, রোহিঙ্গাদের নাগরিকত্ব নিশ্চিত করে মিয়ানমারে ফিরিয়ে দিতে হবে। এজন্য হুসেইন মুহম্মদ এরশাদের দাবি অনুযায়ী রাখাইনে জাতিসংঘ শান্তি রক্ষী পাঠাতে হবে। রোহিঙ্গাদের জন্য মানবিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে বিশ্ব সম্প্রদায়কে। গতকাল ‘রক্তাক্ত রাখাইন’ নামক একটি বইয়ের মোড়ক উন্মোচণকালে তিনি এসব কথা বলেন।
খন্দকার দেলোয়ার জালালীর বইয়ের প্রকাশনা উৎসবে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেছেন, জাতীয় পার্টি কারো পাতানো খেলায় অংশ নেবে না। সংসদে আমরা গৃহপালিত বিরোধী দল হতে যাবেনা কখনোই। সংসদীয় গণতন্ত্রে সাধারন মানুষের প্রত্যাশা অনুযায়ী জাতীয় পার্টি প্রতিটি অধিবেশনে ভূমিকা রাখবে। সংসদে সদস্য সংখ্যা কোন বিষয় নয়, আমরা কতোটা ভূমিকা রাখতে পারবো সেটাই বড় কথা। বাংলাদেশের রাজনীতিতে অনাস্থা দিয়ে সরকার বদল করা যাবেনা। শুধু নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন সম্ভব। তাই বিরোধী দলে ভূমিকা রেখেই রেখেই, জাতীয় পার্টি সাধারন মানুষের আস্থা অর্জন করবে। যাতে আগামী নির্বাচনে জাতীয় পার্টি ভালো প্রতিদ্বন্দিতা করতে পারে।
বই মোড়ক উন্মোচনে অন্যান্যের মদ্যে বক্তৃতা করেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরী, ফয়সল চিশতী, মীর মাসরুর জামান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন, বইয়ের লেখক খন্দকার দেলোয়ার জালালী প্রমূখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।