বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় পাঁচ ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছ গোসাইরহাট থানা পুলিশ।
রোববার (৩ ফেব্রুয়ারি) ভোরে গোসাইরহার পট্টি ব্রিজের ওপর মাছের গাড়িতে চাঁদাবাজি করার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
আটকরা হলেন- গোসাইরহাট উপজেলার মিত্রসেন পট্টি গ্রামের আমিন উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৩৮), একই গ্রামের মৃত রশিদ সরদারের ছেলে সেলিম সরদার (৩৫), দাসেরজঙ্গল গ্রামের আজিজ সরদারের ছেলে জামাল সরদার (৩৫), মহেশপট্টি গ্রামের মিয়াচান রাড়ীর ছেলে মিন্টু রাড়ী (৩৫) ও টেংরা গ্রামের সফিউদ্দিন মোল্যার ছেলে ফরিদ মোল্যা (৩০)।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, ভোরের দিকে পট্টি ব্রিজের ওপর দিয়ে মাছের গাড়ি যাওয়ার সময় পুলিশ পরিচয়ে চাঁদাবজি করছিলেন তারা। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।