Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুখ ঢেকে বিক্ষোভ বন্ধে বিল ফ্রান্সের পার্লামেন্টে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

মুখ ঢেকে বিক্ষোভ বন্ধে পার্লামেন্টে উত্থাপিত একটি বিলে অনুমোদন দিয়েছেন ফ্রান্সের এমপিরা। বিলটিতে বিক্ষোভ চলাকালে মুখোশ ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার এ বিলের অনুমোদন দেয় ফরাসি পার্লামেন্ট। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। বিলটিতে মুখোশধারী বিক্ষোভকারীদের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, মুখোশ পরে অথবা মুখ ঢেকে বিক্ষোভে অংশ নিলে এক বছরের কারাদন্ড এবং ১৭ হাজার ২০০ ডলার জরিমানা করা হবে। ফ্রান্সের মোটরযান আইন অনুযায়ী, বেশি আলো প্রতিফলিত করে এমন এক ধরনের বিশেষ নিরাপত্তামূলক জ্যাকেট গাড়িতে রাখতে হয় চালকদের। এর রঙ সবুজাভ হলুদ (ইয়েলো)। আনাদোলু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ