Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

চিতায় গৃহবন্দি কয়েক লাখ মানুষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

শহরের রাস্তায় ঢুকে পড়ে চিতাবাঘ। রাস্তা ছেড়ে ঘরে পালিয়ে যায় লাখ লাখ মানুষ। চিতাবাঘটি শহরের গলিতে গলিতে ঘুরতে থাকে। পুরো শহর ফাঁকা হয়ে যায় মুহূর্তেই। কয়েক ঘণ্টা এমন থমথমে আর তান্ডবের পর চিতাটিকে বশে আনা সম্ভব হয়। ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাব রাজ্যের জলন্ধর জেলায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, শহরের রাস্তায় ঢোকার কয়েক ঘণ্টার মধ্যেই চারজনকে কামড় দিয়েছিল চিতাবাঘটি। কয়েক ঘণ্টা শহরের অন্তত আট লাখ মানুষকে কার্যত গৃহবন্দী ছিল। দীর্ঘ ছয় ঘণ্টা পরে তাকে ধরে ফেলে বন্যপ্রাণী বিভাগের কর্মীরা। শহরে চিতাবাঘ আতঙ্কের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ভিডিওতে দেখা যায়, বৃহস্পতিবার বাগানের কাছে বাসিন্দাদের উপর ঝাঁপিয়ে পড়ছে চিতাবাঘটি। সেটিকে দেখতেই সেখানে জড়ো হয়েছিলেন অনেক মানুষজন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ