Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এএ খুঁজতে রাখাইনে বাড়ি বাড়ি তল্লাশির অনুমতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

রাখাইন রাজ্য সরকার পুলিশ ও সেনাবাহিনীকে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি অভিযান চালানোর অনুমতি দিয়েছে। রাখাইনের উত্তরাঞ্চলের সাতটি টাউনশিপে এই অভিযান চালানো হবে। মিয়ানমার সরকার বলছে, আরাকান আর্মি (এএ)-র সদস্যদের খুঁজে বের করতে এ অভিযান পরিচালনার অনুমতি দেয়া হয়েছে। গত ২৫ জানুয়ারি রাখাইন রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষে রাজ্যের অর্থ ও পরিকল্পনামন্ত্রী ইউ কিয়াও আয়ে থেইন ওই নির্দেশনা সম্বলিত চিঠি সই করেছেন। মিয়ানমারের গণমাধ্যম ইরাবতী বলছে, ওই চিঠিটি রাখাইন রাজ্য পুলিশ, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট (জিএডি), জনসংখ্যা ও অভিবাসী বিভাগ ও ফায়ার সার্ভিসের কাছে পাঠানো হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, রাখাইন সরকার জানতে পেরেছে রাজ্যের তালিকাভুক্ত সাতটি টাউনশিপে গ্রামবাসীদের সঙ্গে মিশে গেছে আরাকান আর্মির সদস্যরা। গত ৪ জানুয়ারি চারটি সীমান্ত চৌকিতে হামলা চালিয়ে ১৩ জন পুলিশ সদস্যকে হত্যা ও বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে আরাকান আর্মির সদস্যরা। এ ঘটনায় কেন্দ্রীয় সরকার আরাকান আর্মির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে। ওই ঘটনার পর অস্থিতিশীল ওই রাজ্যটিতে পুনরায় অস্থিরতা ও সহিংসতার দেখা দিয়েছে। নতুন করে আরও সাত হাজার মানুষ বাড়ি ছেড়ে পালিয়েছে। এরপর বিভিন্ন বাহিনী বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি অভিযান চালানোর অনুমতি চায় রাজ্য সরকারের কাছে। এরই পরিপ্রেক্ষিতে রাজ্য মন্ত্রিসভা গত ২৩ জানুয়ারি বৈঠকে বসে। ইরাবতী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ