Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মাসব্যাপী বইমেলা ও পুস্তক প্রদর্শনী শুরু

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৯, ৫:১৮ পিএম

পাবনার ১২৮ বছরের পুরনো ঐতিহ্যবাহী অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর উদ্যোগে ও বইমেলা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় মহান একুশে ফেব্রুয়ারি মাসব্যাপী বইমেলা ও সপ্তাহ ব্যাপী পুস্তক প্রদর্শনী শুরু হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে প্রদীপ প্রজ্বলন ও আকাশে বেলুন উড়ানোর মধ্য দিয়ে শহরের দোয়েল সেন্টার প্রাঙ্গণে মাসব্যাপী বইমেলা ও অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীতে সপ্তাহব্যাপী পুস্তক প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড.আব্দুল খালেক।
অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, বইমেলা উদযাপন পরিষদের ও পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর মহাসচিব আব্দুল মতীন খান। উদ্বোধনী অনুষ্ঠানে পাবনার শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবীসহ সমাজের বিভিন্ন পেশাজীবীর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, ঢাকার পরেই পাবনায় মাসব্যাপী বই মেলা জ্ঞান পিপাসুদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেবে।
প্রথম দিনেই মেলায় ছিলো উপচে পড়া ভিড়। শিশুসহ বিভিন্ন বয়সের নারী পুরুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। পাবনার এবারের বইমেলাতে ২৭ টি স্টল নিয়ে অংশ নিয়েছে বেশ কয়েকটি প্রকাশনীসহ বিভিন্ন লাইব্রেরি ও প্রতিষ্ঠান। ফেব্রুয়ারি মাসের প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এই বইমেলা চলবে। বইমেলা অঙ্গনে প্রতিদিন আলোচনা, সঙ্গীত, নৃত্য, নাটক, আবৃত্তি, সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাবনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ