Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬ ঘণ্টা বন্ধ থাকার পর নাটোরে বাস চলাচল শুরু

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৯, ৪:৩৫ পিএম

প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর নাটোর থেকে দেশের সব রুটে বাস চলাচল শুরু হয়েছে।

আজ শনিবার দুপুর থেকে বাস চলাচল শুরু হয়। নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার বিষয়টি জানান।
তিনি জানান, সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা জামিল হোসেন মিলন নিখোঁজের ঘটনায় তার সমর্থকেরা গতকাল ০১ ফেব্রুয়ারি সড়ক-মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করে। আজ শনিবার পুনরায় অবরোধের হুমকি দেয়। এ অবস্থায় জানমালের নিরাপত্তার স্বার্থে মালিক-শ্রমিকরা সকাল ৬টা থেকে বাস চলাচল বন্ধ রাখে। পরে পরিস্থিতি স্বাভাবিক মনে হওয়ায় দুপুর সাড়ে ১২টা থেকে ধীরে ধীরে বাস চলাচল শুরু হয়।
হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক জানান, আজ দুপুর থেকে বাস চলাচল শুরু হয়েছে। আশা করা যাচ্ছে খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে।
উল্লেখ্য, ৩১ জানুয়ারি মধ্য রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মিলনকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটোর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ