Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

“টাকা দিয়ে পীরকে কেনা গেলেও আল্লাহ পাককে নয়”

জিকির ও দোয়ার মাহফিলে ফুরাফুরা পীরজাদা

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৯, ৪:২৭ পিএম

জমিয়তে জাকেরিণের মুখ্য নির্দেশক ও ফুরফুরা শরিফের পীর এ কামেল মাদারজাদ ওলী সুলতানুল আরেফিন গাওসুল ওয়াক্ত হয়রত ন’হুজুর পীর কেবলা (রহঃ) এঁর পৌত্র ও পীর বাকী বিল্লাহ সিদ্দিকী (রহঃ) এঁর একমাত্র সাহেবজাদা পীরজাদা মাওলানা মোহাঃ আল্লামা জবিহহুল্লাহ সিদ্দিকী (মাদ্দাঃ) বলেছেন, খালেছ দিলে তওবা না করলে আল্লাহ ও রাসুল পাক (সাঃ) কে পাওয়া যাবে না। তিনি বলেন, অহংকার ও গিবত মানুষের ইমান ও আমলকে ধ্বংস করে। তাই তাওবা করে স্বভাব পরিবর্তন করতে হবে। আকিদা তৈরী করতে হবে মজবুদ ভাবে। জমিয়তে জাকেরিণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পীরজাদা শুক্রবার রাতে ঢাকার ট্রপিক্যাল হাইওয়ে হোমস, শাহজাদপুর প্রগতি স্মরনীস্থ সায়াদাতিয়া খানকাহ শরীফে জিকির ও দোয়ার মাহফিল শেষে এক আলোচনা সভায় এ কথা বলেন। তিনি বলেন, পিতামাতাকে খেদমত না করে পীর ধরে কোন লাভ হবে না। কারণ পিতামাতাই সন্তানের জন্য বড় পীর। তিনি বলেন, টাকা দিয়ে কতিপয় পীরকে কেনা যায় কিন্ত আল্লাহ পাককে নয়। পীরজাদা বাংলাদেশের উন্নয়ন ও শান্তিপুর্ন পরিবেশ রাখতে সরকারের প্রসংসা করে দেশবাসির জন্য মঙ্গল ও দোয়া কামনা করেন। জিকির মাহফিল পরিচালনা করেন মাওলানা হাফিজুর রহমান। এ সময় মাওলানা হাসান মাহমুদ, মাওলানা সুফি সোলাইমান ও মাওলানা জাকারিয়া হোসেন বক্তব্য রাখেন। ৩ দিনের ঝটিকা সফর শেসে পীরজাদা আজ রোববার বাংলাদেশ ত্যাগ করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টাকা দিয়ে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ