Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শপথ নিলে পাবলিক তাদের টুকরো টুকরো করতে পারে: কাদের সিদ্দিকী

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৯, ৪:০০ পিএম

গণফোরামের দুইজন বিজয়ী সংসদ সদস্য মোকাব্বির খান ও সুলতান মুহম্মদ মনসুরের প্রতি ইঙ্গিত করে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আজকে যারা শপথ নিতে চাচ্ছেন, পাবলিক তাদের রাস্তায় ধরে টুকরো টুকরো করে ফেলতে পারে। শনিবার মতিঝিলে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের বর্ধিত সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, কয়েক দিন যাবত খুবই আলোচনা হচ্ছে গণফোরামের দুই প্রার্থী- সত্যিকার অর্থে গণফোরামের দুই প্রার্থী নয়, এক প্রার্থী। তার নাম মোকাব্বির। আরেকজন সুলতান মুহাম্মদ মনসুর-মুক্তিযুদ্ধে কোথায় ছিল জানি না। কিন্তু বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদের সময় সে আমার সহকর্মী ছিল, আমি তাকে অত্যন্ত স্নেহ করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিল। তাকে নিয়ে খুব আলোচনা হচ্ছে, শপথ নেওয়া না নেওয়ার ব্যাপারে। বর্তমান যারা নির্বাচিত সংসদ সদস্য বলে দাবি করেন, তাদেরকে জনগণ ধরে কেটে টুকরো টুকরো করে ফেলতে পারে, এমন একটি দিনও আসতে পারে। এজন্য আমি বর্তমান প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো, অনতিবিলম্বে এই নির্বাচন বাতিল করে একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে।
একাদশ সংসদ নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ আনলেও এ ব্যাপারে কোন মামলা করবে না কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থীরা। একইসঙ্গে এই নির্বাচন কমিশন এবং সরকারের অধীনে কোন ধরনের নির্বাচনে যাবে না তার দল। কাদের সিদ্দিকী বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছে এই নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিলো, তারা সবাই মামলা করবে। এমনকি যারা বিজয়ী হয়েছিলো তারাও মামলা করবে বলে সিদ্ধান্ত নিয়েছিলো। কিন্তু আমি মনে করি, এই ধরনের মামলা করে কোন লাভ হবে না। কারণ সরকার সব জায়গায় দলীয়করণ করে রেখেছে। তারা বসেই আছে- এসব মামলা নিষ্পত্তি করার জন্য। এজন্য আমরা কোন মামলা করবো না।



 

Show all comments
  • Mohammed Kowaj Ali khan ২ ফেব্রুয়ারি, ২০১৯, ৭:১৩ পিএম says : 0
    কাদের সিদ্দিকী সাহেব। আপনারা রাজনীতির জন্য রাজনীতি করেন। দেখিবেন কত মজা। আজে বাজে না বলে বলেন যে রাসুলুল্লাহ (সাঃ) আদর্শ বাস্থবায়ন করিবেন। ইসলাম ধর্ম শান্তি ইসলাম মুক্তি, ইসলাম শিফা, ইসলাম রাজনীতি। Islam all in one. ইনশাআল্লাহ। রাজনীতি করিবেন কিসের রাজনীতি৷? সত্যিকারের রাজনীতি করিতে হইলে একমাত্রই ইসলাম করিতে হইবে। আল্লাহ তা'আলা আল্লাহ তা'আলার কালামে যাহা বলিয়াছেন এ সবই রাজনীতি। আল্লাহ তা'আলার রাসুল (সাঃ) যাহা করিয়াছেন এবং যাহা করিতে শিক্ষা দিয়াছেন এ সবই রাজনীতি। সুন্নত অর্থ সুস্থতা জানিবেন। মানষ না বুজে ডাক্তারের কাছে যান। ডাক্তারী ব্যবস্থায় সত্যিকারের কোন সুস্থতা নাই ইসলামই একমাত্র সুস্থতা। ইনশাআল্লাহ।
    Total Reply(0) Reply
  • Mohammed Kowaj Ali khan ২ ফেব্রুয়ারি, ২০১৯, ৭:২৩ পিএম says : 0
    আসলে আপনি যে বললেন মামলা করিবেন না এটা কিন্ত ঠিক নয়। আপনাদের মামলা হইবে সত্যিকারের মামলা। ভোট (ringing) ডাকাতি,চুরি একটি জঘন্য ধরনের মারাত্বক অপরাধ। আর যাহারা বিচারক তাহারা যদি ন্যায় বিচার না করেন নিশ্চয় ওরা অবিশ্বাসী হইবে। ওদের জন্য খবর আছে। তাই আপনারা সত্য হইলে মামলা করেন। আর দেখেন কি হয়। ok ইনশাআল্লাহ।
    Total Reply(0) Reply
  • jack ali ৬ ফেব্রুয়ারি, ২০১৯, ৩:২৪ পিএম says : 0
    We are muslim---we have long islamic history in our country--in Islam there is no such things called Democracy---In Islam there is no division---One Allah---One Law--
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাদের সিদ্দিকী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ