Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাগলনাইয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে ও পিটিয়ে জখম

ছাগলনাইয়া ( ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৯, ২:১৬ পিএম

ছাগলনাইয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ডাক্তার আবদুস শুক্কুর নামের এক পল্লী চিকিৎসককে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের এলোপাথাড়ি হামলায় আবদুস শুক্কুরের মাথার কিছু অংশ ফেটে যায় এবং বাম হাতের একটি আঙ্গুল কেটে পড়ে। গুরুতর আহত অবস্থায় আবদুস শুক্কুরকে এলাকাবাসী উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করা হয়। এব্যাপারে গতকাল শনিবার আবদুস শুক্কুর বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকেলে উপজেলার নিজকুঞ্জরা গ্রামে। মামলার বিবরণ ও এলাকাবাসী জানায়, ওই গ্রামে পশ্চিম পাড়া পাটোয়ারী বাড়ীর মৃত ইলিয়াসের পুত্র ডাঃ আবদুস শুক্কুরের সাথে দীর্ঘদিন যাবৎ মফিজুর রহমান প্রকাশ হক সাব এর পুত্র কামরুল ইসলাম গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো ঘটনারদিন বিকেলে কামরুল ইসলামের ( ২৫) নেতৃত্বে রাসেল (৩০), কাউসার (২২), জাফর আলম নান্টু (২৮), ও শাহাদাত টিপুসহ একদল সন্ত্রাসী ঘটনাস্থলে আবদুস শুক্কুরকে একা পেয়ে তার উপর ধারালো অস্ত্রশস্ত্র নিয়া আক্রমণ চালায়। ছাগলনাইয়ার ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামীদের পুলিশী অভিযান অব্যাহত আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুপিয়ে জখম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ