Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিএনপি দেশের মানুষের আস্থা হারিয়েছে: ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৯, ১:৪৬ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ছাড়া কোনো রাজনৈতিক দলের স্বাভাবিক অস্তিত্ব থাকে না। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপি একদিকে বিদেশি বন্ধু হারিয়েছে, অন্যদিকে আস্থা হারিয়েছে দেশের মানুষের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি দেশ-বিদেশে চিঠি দিয়েও চরমভাবে ব্যর্থ হয়েছে।

আজ শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর দ্বিতীয়সেতুর নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, তারা নির্বাচনে অংশ নেবে কিনা তা তাদের নিজস্ব ব্যাপার। নির্বাচনে বিএনপি অংশ না নিলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের কারণে দলের মধ্যে বিরূপ প্রভাব পড়বে কিনা, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিগত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ১৭ জন বিদ্রোহী প্রার্থীর মধ্যে শেষ পর্যন্ত দুইজন ছিলেন। একটি বড় দলের জন্য এটা কিছুই না। আশা করি উপজেলা নির্বাচনেও বিদ্রোহী প্রার্থী থাকবে না।



 

Show all comments
  • Mohammed Kowaj Ali khan ২ ফেব্রুয়ারি, ২০১৯, ৩:১৮ পিএম says : 0
    বিএনপির যোগ্যতা দেশের মানূষের ভালোবাসা কাল যদি নিরবাচন হয় তিনশত আসনে বিএনপি নিরবাচিত হইবেন। ইনশাআল্লাহ। প্রতারণার জন্য প্রতারকরা সাংঘাতিক ক্ষতিগ্রস্ত। তাইতো হাউমাউ কাউকাউ। বাকী রহিলো না কিচুই। সকল কিচু শেষ। এখন আর করার কিচু নাই।
    Total Reply(0) Reply
  • Mohammed Kowaj Ali khan ২ ফেব্রুয়ারি, ২০১৯, ৬:৫৩ পিএম says : 0
    বিএনপির যোগ্যতা দেশের মানূষের ভালোবাসা কাল যদি নিরবাচন হয় তিনশত আসনে বিএনপি নিরবাচিত হইবেন। ইনশাআল্লাহ। প্রতারণার জন্য প্রতারকরা সাংঘাতিক ক্ষতিগ্রস্ত। তাইতো হাউমাউ কাউকাউ। বাকী রহিলো না কিচুই। সকল কিচু শেষ। এখন আর করার কিচু নাই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ