Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানের চলচ্চিত্র সঙ্গীতে বিনিয়োগ করতে চায় চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

চীনের মিউজিক কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বড় কোম্পানি টেনসেন্টের প্রতিনিধিরা পাকিস্তানের কেন্দ্রিয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী চৌধুরী ফাওয়াদ হোসেনের সঙ্গে সাক্ষাত করে দেশটির চলচ্চিত্র ও সঙ্গীত খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। সম্প্রতি ইসলামাবাদে মন্ত্রীর সঙ্গে চীনা প্রতিনিধি দলটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তথ্যমন্ত্রী বলেন, পাকিস্তানের সঙ্গীত খুবই সমৃদ্ধ ও বৈচিত্রপূর্ণ। আমরা আমাদের শিল্পীদের মেধা প্রদর্শণ করতে উৎসাহিত করি এবং আমরা শিল্প ও সঙ্গীতের মাধ্যমে দেশের সাংস্কৃতিক দিগন্তকে আরো বৈচিত্রপূর্ণ করতে চাই। তিনি বলেন, উপমহাদেশসহ বিভিন্ন এলাকায় পাকিস্তানের সঙ্গীত খুবই জনপ্রিয়। তিনি বলেন, আমাদের দেশে ওস্তাদ নুসরাত ফতেহ আলি খানের মতো কিংবদন্তীর সঙ্গীতজ্ঞের জন্ম হয়েছে। শুধু উপমহাদেশ নয় বিশ্বমঞ্চে তিনি সঙ্গীতকে প্রতিষ্ঠিত করে গেছেন। মন্ত্রী প্রতিনিধিদের জানান যে সঙ্গীতের ঐতিহ্য ধরে রাখতে বিলুপ্তি পথে থাকা সঙ্গীতের সরঞ্জামগুলো সংরক্ষণের জন্য তথ্য মন্ত্রণালয়ের অধীনে লোক বিরসা নামে বিভাগ খোলা হয়েছে। তিনি আরো বলেন যে পর্যটন, খেলা ও বিনিয়োগ উৎসাহিত করতে পাকিস্তানের বর্তমান সরকার নতুন ভিসা রেজিম প্রবর্তন করেছে। তিনি বলেন, আমরা চলচ্চিত্র ও সঙ্গীত খাতে বিনিয়োগ গ্রহণে আগ্রহী। কারণ যে কোন সমাজে মূল্যবোধ ও সংস্কৃতির উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। চীনা চলচ্চিত্র নির্মাতাদের প্রতি পাকিস্তানে এসে শুটিং করার আহ্বান জানান তিনি। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ