রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা
কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তদের হামলায় আক্কাস আলী (৩৮) নামে যুবলীগ নেতা নিহত হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের প্রাগপুর মাঠের মধ্যে হত্যাকা-ের এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, যুবলীগ নেতা আক্কাস আলী ও নাসির উদ্দিন মোটরসাইকেলযোগে প্রাগপুর থেকে দৌলতপুরে যাওয়ার পথে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধের চেষ্টা করে। এ সময় মোটরসাইকেল চালক আক্কাস আলী মোটরসাইকেল না থামিয়ে দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে গেলে আক্কাস আলী মোটরসাইকেল নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মোটরসাইকেলের পিছনে বসে থাকা নাসির উদ্দিন দৌড়ে গিয়ে স্থানীয়দের খবর দিলে মথুরাপুর ক্যাম্পের পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আক্কাস আলীর লাশ উদ্ধার করে। হত্যাকা-ের সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি শহিদুল ইসলাম শাহীন জানান, দুর্বৃত্তরা আক্কাস আলীকে কুপিয়ে হত্যা করেছে। তবে কারা এ হত্যাকা-ের সাথে জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে জানানো সম্ভব হবে। এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত আক্কাস আলী দৌলতপুর ইউনিয়নের দৌলতখালী গোডাউন বাজার এলাকার মৃত রহমত সর্দারের ছেলে এবং সে দৌলতপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। পূর্ব শত্রুতা অথবা দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে আক্কাস আলী হত্যাকা-ের শিকার হতে পারে বলে এলাকাবাসীর ধারণা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।