Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মনোহরগঞ্জে জাতীয় পরিচয় পত্র পায়নি প্রায় দুই শতাধিক তরুন ভোটার

মনোহরগঞ্জ (কুমিল্লা) থেকে কুদরত উল্যাহ | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৪১ এএম

বাংলাদেশ নির্বাচন কমিশনকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ডে প্রায় দুই শতাধিক তরুন ভোটার জাতীয় পরিচয় পত্র পায়নি। জানাগেছে সারাদেশের ন্যয়ে ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই জাতীয় পরিচয় পত্র বিতরনের কথা থাকলেও কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় নির্বাচন অফিসে উপজেলার ১১টি ইউনিয়নের জাতীয় পরিচয় পত্র আটকে ছিলো অনেক দিন। নির্বাচনের পরে উপজেলার ১১টি ইউনিয়নে কার্ড বিলি হয় কিন্তু বাইশগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ডের প্রায় দুই শতাধিক তরুন ভোটারের জাতীয় পরিচয় পত্র না এসে, এসেছে পার্র্শ¦বর্তী লাকসাম উপজেলার ভোটারদের জাতীয় পরিচয় পত্র। জাতীয় পরিচয় পত্র দেশের নাগরীক অধিকার। প্রায় পড়ালেখা থেকে শুরু করে দেশের সর্বক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র ব্যবহার জরুরী। এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মোঃ দেলোয়ার হোসেন এমনটাই জানান। সরেজমিনে অনুসন্ধানে গেলে উপজেলা নির্বাচন অফিসার মোঃ নাজির হোসেন মিয়ার অফিস বন্ধ পাওয়া যায় তাই তার মুঠোফোনে ফোন করলে তার মোবাইল বন্ধ থাকায় অফিস সহকারি আবু তাহেরের সাথে কথা হলে সে জানায় পার্শ্ববর্তী লাকসাম উপজেলার কার্ড আমাদের উপজেলায় এসেছে আমরা লাকসাম উপজেলায় যোগাযোগ করেছি তারা এই উপজেলার কার্ড পায়নি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে আমরা ঐ এলাকার কার্ড আসলে স্থানীয় ইউপি সদস্যের হাতে প্রেরন করবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় পরিচয় পত্র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ