Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালকিনিতে দুর্বৃত্তদের ভয়ে আতঙ্কিত মুক্তিযোদ্ধা পরিবার

প্রকাশের সময় : ১৩ মে, ২০১৬, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার চরঠেঙ্গামারা গ্রামে বীরমুক্তিযোদ্ধা মালেকুজ্জামান মালেকের পরিবার দুর্বৃত্তদের ভয়ে আতঙ্কিত হয়ে দিনাতিপাত করছে। দুর্বৃত্তরা তার বাড়ি রুশিয়া মঞ্জিলে কয়েক দফা ভাঙচুর, রান্নাঘরে অগ্নিসংযোগসহ রাতের আঁধারে বসতঘরে ঠিল ছুড়ে পরিবারটিকে ভয় দেখাচ্ছে। আর এতে করে দুর্বৃত্তদের কর্মকা-ে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী পরিবারটি থানায় কয়েক দফা সাধারণ ডায়েরি করেছে। কিন্তু তাতেও দুর্বৃত্তদের হাত থেকে পরিবারটির রক্ষা মিলছে না। ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী জানায়, বীরমুক্তিযোদ্ধা ও কবি সাহিত্যিক মালেকুজ্জামানের বাড়িতে চলতি বছরের ১৫ জানুয়ারি দুর্বৃত্তরা হামলা চালিয়ে বাড়ির সীমানা দেয়াল ভেঙ্গে দেয়। আর গত ২ মে বিকেলে তার রান্না ঘরে অগ্নিসংযোগ করে। অথচ গত ২ মাস ধরে উক্ত রান্না ঘরে কোনো রান্না করা হয়নি। মুক্তিযোদ্ধা মালেকুজ্জামান ও তার স্ত্রী অসুস্থতার কারণে ঘরে এলপি গ্যাস দিয়ে রান্না করেছে। অপরদিকে পরিবারটিতে ভিতির সঞ্চার করতে প্রায় প্রতি রাতেই বসতঘরের চালে ঢিল ছোঁড়া হয়। এতে করে পরিবারটি তাদের নিরাপত্তা নিয়ে চরমভাবে আতঙ্কিত হয়ে পড়েছে। এ ব্যাপারে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা মালেকুজ্জামান বলেন, কেউ হয়তো আমার জমিজমা দখল করতে এসব করছে। যাতে আমরা ভয় পেয়ে বাড়িঘর ছেরে চলে যাই। আমি নিরুপায় হয়ে থানায় কয়েক দফা সাধারণ ডায়েরি করেছি। কিন্তু তার পরেও পরিবার-পরিজন নিয়ে দুর্বৃত্তদের ভয়ে আতঙ্কিত আছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কালকিনিতে দুর্বৃত্তদের ভয়ে আতঙ্কিত মুক্তিযোদ্ধা পরিবার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ