Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিনেমায় ব্যস্ত হতে চান প্রসূন আজাদ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১১ এএম

নতুন সিনেমায় অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী প্রসূন আজাদ। দীর্ঘ বিরতরি পর চলচ্চিত্রে তার এই ফেরা। নুরুল আলম আতিকের পরিচালনাধীন মানুষের বাগান নামে একটি সিনেমায় এখন অভিনয় করছেন তিনি। প্রসূন বলেন, টিভি নাটকে এখন গতানুগতিক চরিত্র বেশি। তাই চলচ্চিত্রে ব্যস্ত হতে চাই। নতুন কয়েকটি সিনেমার বিষয়ে আলোচনা হচ্ছে। মানুষের বাগান অনেক মজার একটি গল্পের সিনেমা। এতে আরও অভিনয় করছেন মনোজ কুমার, অর্চিতা ¯পর্শিয়াসহ অনেকে। উল্লেখ্য, প্রসূন আজদ অভিনীত প্রথম চলচ্চিত্র অচেনা হৃদয় মুক্তি পায় ২০১৪ সালে। সিনেমা হলে সিনেমাটি দেখতে গিয়ে সিনেমার নায়ককে প্রকাশ্যে চুমু দিয়ে বেশ সমালোচিত হন প্রসূন। পরবর্তীতে সর্বনাশা ইয়াবা ও মুসাফির নামে দুটি সিনেমায় অভিনয় করেন। সর্বনাশা ইয়াবা সিনেমাটি মুক্তির আগে পরিচালক কাজী হায়াতের সঙ্গে বেশ বিতর্কে জড়িয়ে পড়েন। পারিশ্রমিক সংক্রান্ত বিষয় নিয়ে এফডিসিতে বিচার সালিশ পর্যন্ত হয়। পরবর্তীতে নাটকের শিডিউল ফাঁসানোর অভিযোগে ছোট পর্দা থেকেও নিষিদ্ধ হন প্রসূন। এই নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি এখন অভিনয়ে ফিরেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ