Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা থেকে দিল্লিতে ম্যাকবেথ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:১১ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যঅন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নতুন প্রযোজনা ‘ম্যাকবেথ’ নাটকটি ঢাকার দর্শকেরা প্রথম দেখতে পায় গত বছরের ৯ অক্টোবর নাটমÐলে। ১৩ অক্টোবর পর্যন্ত টানা ৮টি প্রদর্শনী হয় ‘ম্যাকবেথ’-এর। উইলিয়াম শেক্সপীয়র রচিত ও সৈয়দ শামসুল হক অনূদিত মহাকাব্যিক এ নাটকটি নির্দেশনা দিয়েছেন নাট্যব্যাক্তিত্ব অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। নাটকটিতে অভিনয় করেছেন এমএ সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দিয়েছে অনার্স ২য় সেমিস্টার, ৪র্থ সেমিস্টার ও ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীরাও। মাস কয়েক বিরতির ২, ৩ ও ৪ ফেব্রæয়ারি সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হতে যাচ্ছে ‘ম্যাকবেথ’। এরপর দিল্লী যাবে ‘ম্যাকবেথ’। ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা [এনএসডি] আয়োজিত ‘২০তম ভারত রঙ মহাউৎসব ২০১৯’-এ ১০ ফেব্রæয়ারি বিকাল ৪ টায় নয়াদিল্লীর শ্রী রাম কেন্দ্র এবং ১২ ফেব্রæয়ারি সন্ধ্যা ৬:৩০টায় ঝাড়খÐের রাঁচিতে মঞ্চস্থ হবে ‘ম্যাকবেথ’। ম্যাকবেথ প্রসঙ্গে ইসরাফিল শাহীন বলেন, ‘এই আততায়ী সময়েÑঅমাদের জীবন, আমাদের দেশ, আমাদের পৃথিবীর অন্তর্গত বিপন্নতা যেন হত্যা ও রক্তে পরিপ্লুত ম্যাকবেথের মতন রাজনৈতিক-মনস্তাত্তি¡ক নাটকটিতে শেক্সপীয়রীয় স্থান-কালরহিত এক অমোঘ ভাষায় ফুটে ওঠেছে। আমরা যা করে ফেলি আর আমাদের নৈতিক মূল্যবোধ অর্থাৎ কর্ম ও মর্মÑএ দুয়ের সংঘর্ষই যেন ম্যাকবেথ। এই সংঘর্ষই যেন মানুষের নিয়তি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ম্যাকবেথ

১ ফেব্রুয়ারি, ২০১৯
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ