বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জমিয়তে জাকেরিণের মুখ্য নির্দেশক ও ফুরফুরা শরিফের পীর এ কামেল মাদারজাদ ওলী সুলতানুল আরেফিন গাওসুল ওয়াক্ত হয়রত ন’হুজুর পীর কেবলা (রহঃ) এঁর পৌত্র ও পীর বাকী বিল্লাহ সিদ্দিকী (রহঃ) এঁর একমাত্র সাহেবজাদা পীরজাদা মাওলানা মোহাঃ আল্লামা জবিহহুল্লা শাহ সিদ্দিকী (মাদ্দাঃ) বাংলাদেশে এসেছেন। বৃহস্পতিবার বিকালে বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমান বন্দরে তিনি অবতরণ করেন। এ সময় দাদা হুজুর পীর কেবলা (রহঃ) এঁর শত শত ভক্ত, অনুরাগী ও মুরীদ বিমান বন্দরে পীরজাদাকে স্বাগত জানান। এরপর মটর শোভাযাত্রা সহকারে পীরজাদাকে গুলশানস্থ সায়াদাতিয়া খানকাহ শরীফে আনা হয়। বাংলাদেশ সফরকালে পীরজাদা জবিহহুল্লাহ সিদ্দিকী ঢাকার ট্রপিক্যাল হাইওয়ে হোমস, ৩২/৬/ক, শাহজাদপুর প্রগতি স্মরনী গুলশানস্থ সায়াদাতিয়া খানকাহ শরীফে অবস্থান করবেন। তিনি বিভিন্ন স্থানে আয়োজিত দোয়ার মাহফিলে শরিক হবেন বলে জমিয়তে জাকেরীণের প্রচার সচিব আসিফ কাজল এক ই-মেইল বার্তায় গণমাধ্যমকে জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।