বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন’ এর নির্বাচনে আওয়ামীপন্থী কর্মকর্তাদের ভরাডুবি হয়েছে। নির্বাচনে মোট ১১ টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিএনপি-জামায়াত পন্থী প্যানেল ৮ টি ও আওয়ামীপন্থী প্যানেল ৩ টি পদে জয়লাভ করে। নির্বাচনে সভাপতি পদে মো. মুর্শেদ আহমদ ও সাধারণ সম্পাদক পদে আবু সাদাত মো. সায়েম তালুকদার নির্বাচিত হয়েছেন। বুধবার রাত নয়টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার হিসাব দপ্তরের অতিরিক্ত পরিচালক সোহেল উদ্দিন আহম্মদ। এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিএনপি-জামায়াত পন্থী প্যানেল থেকে সভাপতি পদে মো. মুর্শেদ আলম ১৩৯ ভোট, সহ-সভাপতি পদে আবু জাফর মো. তামরিনুল হাসান ১১৮ ভোট, সাধারণ সম্পাদক পদে আবু সাদাৎ মো. সায়েম তালুকদার ১১৮ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে মো. মাহফুজুর রহমান (১১৮ ভোট) এবং সদস্য পদে মখলিছুর রহমান (১২৯ ভোট), আহমদ মাহবুব ফেরদৌসী (১২৩ ভোট), সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির (১২১ ভোট), মো. জয়নাল ইসলাম চৌধুরী (১১৮ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন।
অপরদিকে, আওয়ামীপন্থী প্যানেলের থেকে কোষাধ্যক্ষ পদে মো. রবিউল ইসলাম জুয়েল (১২৮ ভোট) এবং সদস্য পদে আ ন ম জয়নাল আবেদীন (১৩১ ভোট), এএসএম খয়রুল আক্তার চৌধুরী (১১৭ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।