Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটালীপাড়ায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ২৯ আ.লীগ প্রার্থীর দলীয় মনোনয়ন ফরম জমা

কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৯, ৪:১৫ পিএম

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে গোপালগঞ্জের কোটালীপাড়ায় উৎসব মুখর পরিবেশে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোয়ন চেয়ে ২৯ প্রার্থী ফরম জমা দিয়েছেন। বুধবার উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত প্রার্থীদের এসব মনোনয়ন পত্র গ্রহন করেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রুহুল আমিন হাওলাদার লিটু ও সহ-দপ্তর সম্পাদক রুহুল আমিন খান। চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা হলেন- বিশিষ্ট সমাজ সেবক জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ নেতা দেবদুলাল বসু পল্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বিমল কৃষ্ণ বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক কৃষ্ণ প্রসাদ মজুমদার, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী কমল চন্দ্র সেন, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, তাপস হালদার, অধ্যক্ষ রবীন্দ্রনাথ বাড়ৈ, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, অধ্যক্ষ বিমলেন্দু সরকার, এ্যাডঃ নীখিল চন্দ্র দত্ত, এ্যাড: দেলোয়ার হোসেন সরদার, আওয়ালীগ প্রচার সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ভীম চন্দ্র বাকচী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডঃ সুভাষ চন্দ্র জয়ধর ও আওয়ামীলীগ নেতা মনির চৌধুরী, ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- উপজেলা আওয়ামীলীগ সহ দপ্তর সম্পাদক রুহুল আমিন খান, সাবেক ছাত্রলীগ সভাপতি বাবুল হাজরা, আওয়ামীলীগ নেতা ও স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক নারায়ন চন্দ্র দাম, মৃনাল কান্তি বিশ্বাস, সাবেক ছাত্র নেতা মাসুদ রানা, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শহিদ মুক্তিযোদ্ধার সন্তান আমিনুজ্জামান খান মিলন। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেবী রহমান, সুনীতি কর্মকার, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী সরকার, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রাফেজা বেগম, ইউপি সদস্য জেসমিন বেগম, প্রভাষক গুলশান আরা রানী, অঞ্জলী রায় ও মিনা বাকচী। এর আগে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা দলীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন। অপর দিকে মনোনয়ন সংক্রান্ত বিষয় নিয়ে উপজেলা পরিষদ হলরুমে আওয়ামীলীগের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সুত্রে জানা যায়, মনোনয়ন প্রত্যাশী সকল প্রার্থীর তালিকা কেন্দ্রে পাঠানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ