Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাশিয়ান প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞা প্রত্যাহার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান ওলিগারচ ওলেগ দেরিপাসকা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত তিনটি প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। ওলিগারচ ওলেগ দেরিপাসকারের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যালুমিনিয়াম শিল্পপ্রতিষ্ঠান রাসাল, এন+ গ্রুপ ও জেএসসি ইউরোসিবএনারগোর ওপর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো দেরিপাসকার নিয়ন্ত্রণে ছিল। তবে রোববার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তিনটি প্রতিষ্ঠান বলেছে তাদের সঙ্গে রাশিয়ার কোটিপতি দেরিপাসকার আর কোনও সম্পর্ক নেই। যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার প্রভাব খাটানোর যে অভিযোগ রয়েছে তার সঙ্গে ওলিগারচের নাম জড়িত। তাই ডেমোক্রেটরা চেয়েছেন ওলিগারচের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকুক। কিন্তু ট্রাম্প বিরোধীদের দাবি অগ্রাহ্য করে এই নিষেধাজ্ঞা তুলে দিয়েছেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ