মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের শান্তিনিকেতনে অবস্থিত বাংলাদেশ ভবনের রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন কাজে ব্যবহারের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতীয় মুদ্রায় ১০ কোটি টাকার একটি চেক বিশ্ব ভারতী কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। সোমবার স্থানীয় সময় বিকালে এই মর্মে কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়।
বাংলাদেশ ভবনের মুখ্য সমন্বয়কারী মানবেন্দ্র মুখোপাধ্যায় বলছেন, ‘মঙ্গলবার দুপুরে একটি ছোট্ট অনুষ্ঠানে বাংলাদেশের উপহাই কমিশনার তৌফিক হাসান আমাদের বিশ্ব ভারতীর উপচার্জ বিদ্যুৎ চক্রবর্তীর হাতে ১০ কোটি ভারতীয় রুপির চেক তুলে দেবেন।’
উল্লেখ্য, যদিও শান্তিনিকেতনে আগে থেকে চীনা ভবন এবং নিপ্পন (জাপান) ভবন রয়েছে। এই প্রথম বাংলাদেশ সরকার সেই ভবনের রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন খাতে কোনো অনুদান দিতে যাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।