Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুর বোর্ডে দ্বিতীয় স্থানে নীলফামারী জেলা

প্রকাশের সময় : ১২ মে, ২০১৬, ১২:০০ এএম

নীলফামারী জেলা সংবাদদাতা : এবারের এসএসসি পরীক্ষায়  ৯১ দশমিক ৯৯ শতাংশ পাসের হার নিয়ে দিনাজপুর বোর্ডের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে নীলফামারী জেলা। গতকাল বুধবার  দুপুরে  বিষয়টি  নিশ্চিত করে গণমাধ্যম কর্র্মীদের জানান  নীলফামারী জেলা মাধ্যমিক  শিক্ষা কর্র্মকর্তা  শফিকুল আলম।
তিনি জানান,  দিনাজপুর   শিক্ষা  বোর্ডের  অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায়  নীলফামারী  জেলার  ছয়   উপজেলা  থেকে মোট ১৬ হাজার  ১৩০জন  পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। এর মধ্যে ১ হাজার ৭২জন  জিপিএ-৫সহ মোট ১৪ হাজার ৮৩৮জন  পরীক্ষার্থী পাস করেন । দিনাজপুর বোর্র্ডে  অধীনে  অংশ নেয়া  আট জেলার মধ্যে  পাসের হারে দ্বিতীয়  স্থান  লাভ করে নীলফামারী  জেলা ।
এ জেলায় মোট ১২ হাজার ৬৮৯ জন  পরীক্ষার্থী অংশ গ্রহণ করে পরীক্ষায়। এদের মধ্যে ৪৯৯জন জিপিএ-৫  নিয়ে মোট ১১ হাজার ৬৩৪জন পরীক্ষার্থী  পাস করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিনাজপুর বোর্ডে দ্বিতীয় স্থানে নীলফামারী জেলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ