Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে হার্ট ফেইলর ক্লিনিক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৯, ১০:৪৫ পিএম | আপডেট : ১১:০১ পিএম, ২৮ জানুয়ারি, ২০১৯

ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে এন্ড হসপিটালে হার্ট ফেইলর ক্লিনিক উদ্ধোধন করা হয়েছে। সোমবার (২৮ জানুয়ারি) রাজধানীর মৌচাকে হসপিটালে এর শুভ উদ্ধোধন করেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল প্রফেসর ডা. এমএ আজিজ। ডা. এমএ আজিজ বলেন, বর্তমান সরকার জনগণের দৌড় গোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। অল্প সংখ্যক চিকিৎসক দিয়ে বিশাল জনগোষ্ঠীকে সেবা দিতে গিয়ে সরকারি প্রতিষ্ঠানগুলো হিমসিম খাচ্ছে। জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের সাথে তাল মিলিয়ে এই হসপিটাল কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দিন দিন দেশে হৃদরোগ ও স্ট্রোক আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ রোগীর সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ সচেতনতার অভাবে। এই অসচেতন জনগোষ্ঠীকে সচেতন করার লক্ষ্যেই ‘হার্ট ফেইলর ক্লিনিক’ চালু করা হল। তিনি জানান, ইতিমধ্যেই বাংলাদেশে প্রথম হাসাপাতাল হিসেবে একটি স্ট্রোক সেন্টার চালু করা হয়েছে।

কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. এ এফ এম শাখাওয়াত হোসেনে সভাপতিত্বে হার্ট ফেইলর ক্লিনিকের ইনচার্জ হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আশরাফুল আলম এই ক্লিনিকের কার্জক্রম বিস্তারিত তুলে ধরেন। বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার (সিওও) ডা. নাজমুল হাসান, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. ফারুকুল ইসলাম, হাসপাতালটির চিফ কনসালটেন্ট ডা. সেলিম মাহমুদ, কার্ডিওভাসকুলার ডিজিজেসের (এনআইসিভিডি) সহযোগী অধ্যাপক ডা. প্রদীপ কুমার কর্মকার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সরাজুল ইসলাম মেডিকেল কলেজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ