Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ এ শীর্ষে রংপুর জেলা

প্রকাশের সময় : ১২ মে, ২০১৬, ১২:০০ এএম

রংপুর থেকে হালিম আনছারী: এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে রংপুর জেলা। এ বিভাগে পাসের হার ৮৯ দশমিক ৫৯ শতাংশ। গত ৭ বছরে পাসের হার ১৭ দশমিক ৮৯ শতাংশ বাড়লেও জিপিএ- ৫ প্রাপ্তির সংখ্যা কমেছে এবার। বোর্ডে গত বছরের চেয়ে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২ হাজার ৪৩ জন। এবার জিপিএ-৫ পাওয়া ছাত্র-ছাত্রীর সংখ্যা ৮ হাজার ৮৯৯ জন। ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা পাসের হারে এগিয়ে রয়েছে।
জানা গেছে, এই বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৫০ হাজার ৩২১ জন। পাস করেছে ১ লাখ ৩৪ হাজার ২১ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিল ৭২৯ জন। ছাত্র পাসের হার ৮৯ দশমিক ২৫ শতাংশ। আর জিপিএ-৫ পাওয়া ছাত্র-ছাত্রীর সংখ্যা ৮ হাজার ৮৯৯ জন। বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ৩৭ জন। শূন্য ফলাফল স্কুলের সংখ্যা ২টি। মোট ২ হাজার ৫৬৯টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায অংশগ্রহণ করে।
বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়ে এগিয়ে রয়েছে রংপুর জেলা। রংপুরে ২৬ হাজার ৯৬১ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৪ হাজার ৮৬২ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮২ জন। এই জেলায় রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ক্যাডেট কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় জিপিএ-৫ এর হিসেবে অন্যান্য জেলাগুলো থেকে এগিয়ে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ এ শীর্ষে রংপুর জেলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ