Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরাকান আর্মি-সেনাবাহিনী তুমুল সংঘর্ষ রাখাইনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর সাথে সশস্ত্র বৌদ্ধ বিদ্রোহীদের সংগঠন আরাকান আর্মির তুমুল সংঘর্ষ অব্যাহত আছে। শনিবার রাচিডং জেলার রেঙ্গুনদাইং পার্বত্য এলাকায় গেরিলা হামলা চালিয়েছে আরাকান আর্মির বিদ্রোহী গোষ্ঠী। এ সময় ব্যাপক গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে রোহিঙ্গা পল্লীর বাসিন্দারা গ্রামের বাইরে চলে যায়। গেল সপ্তাহে শান স্টেটের পাল্লোয়া এলাকায় মিয়ানমারের বাহিনী হেলিকপ্টার হামলা চালায়। এতে বেসামরিক লোকজন হতাহত হন। গত ৪ জানুয়ারি থেকে শুরু হওয়া সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ৪৫ জন নিহত হয়েছে। সংঘর্ষে নিরীহ রোহিঙ্গা মুসলিমসহ বেসামরিক লোকজনও নিহত হয়েছে। রোহিঙ্গাদের সূত্র জানিয়েছে, রাখাইনের মংডু, বুচিডং এবং রাচিডং এলাকায় আরাকান আর্মি সক্রিয় রয়েছে। এলাকাগুলোতে অবস্থা বুঝে মিয়ানমারের বাহিনীর ওপর হামলা চালাচ্ছে আরাকান আর্মি। এর আগে বুচিডংয়ে আরাকান আর্মির একটি অস্থায়ী ঘাঁটি দখলে নেয় মিয়ানমারের সেনাবাহিনী। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ