মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তেল সমৃদ্ধ সউদী আরবের সেনাবাহিনী হাজার কিলোমিটার দূরের লক্ষবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ভূউপগ্রহ ছবিতে এটি দেখা যায়। তুরস্ক ভিত্তিক গণমাধ্যম ইয়েনি শাফাক সউদীর একটি সংযুক্ত প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য তুলে ধরে। প্রতিবেদনে এক বিবৃতিতে বলা হয়, রিয়াদ এটি শুধুমাত্র পরীক্ষা করেনি এ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। হাজার কিলোমিটারের লক্ষবস্তুতে আঘাত হানতে সক্ষম পরমাণু অস্ত্র বহনকারী এ ক্ষেপণাস্ত্রটিতে জ্বালানী ব্যবহার করা হয়েছে। এতে আরও বলা হয়, ভূ-উপগ্রহের তোলা ছবিটি গত নভেম্বরের। প্রতিবেদনে বলা হয়েছে, একটি গোপন রকেট-ইঞ্জিন স্ট্যান্ডে রকেটটি স্থাপন করে এর পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। গত বছর ইরানের সঙ্গে প্রতিযোগিতা করে সউদীর যুবরাজ মোহাম্মদ বিন সালমান পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেন। রিয়াদ ও ওয়াশিংটন অবস্থিত সউদী দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ইয়েনি শাফাক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।