মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারি বর্ষণে রোববার অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। বন্যার পানির তোড়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, গবাদি পশু ভেসে গেছে। শুধু তা-ই নয়, এ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নদীর পানি ১১৮ বছরের পুরনো রেকর্ড ভেঙে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। আবহাওয়া কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, কুইন্সল্যান্ডের ডেইন্ট্রি রিভারের পানির উচ্চতা বেড়ে ১২ দশমিক ৬০ মিটারে পৌঁছে। গত এক শতাব্দীর মধ্যে নদীটির পানি কখনো এতটা উচ্চতায় পৌঁছেনি। স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, দূরবর্তী এলাকার বাসিন্দারা বেশ কিছুদিন যোগাযোগবিচ্ছিন্ন অবস্থায় থাকবে। বিশ্বঐতিহ্যের তালিকাভুক্ত ডেইন্ট্রি রেইনফরেস্টে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। উত্তর কুইন্সল্যান্ড সপ্তাহের পুরোটা সময়ই মৌসুমি বৃষ্টিপাতের মধ্যে থাকবে। অস্ট্রেলিয়ার এ গ্রীষ্মপ্রধান অঞ্চলটি বরাবরই বর্ষণমুখর থাকে, যার সঙ্গে এর বাসিন্দারা অভ্যস্ত। কিন্তু সা¤প্রতিক প্লাবনে তাদের অন্যতম যোগাযোগ মাধ্যম ফেরি সেবা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।