Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোহাম্মদ জনপ্রিয় নাম অসলোয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

ইউরোপের দেশ নরওয়েতে ১১ বছর ধরে ছেলেদের সবচেয়ে জনপ্রিয় নাম মোহাম্মদ। দেশটির রাজধানী অসলোতে ১১ বছর ধরে ছেলেদের নামের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় নাম মোহাম্মদ বলে ঘোষণা করা হয়েছে। ২০০৮ থেকে অসলোতে বিভিন্ন ধরনের বানান লিখে মোহাম্মদ নাম সবচেয়ে বেশি খোঁজা হয়েছে। নরওয়ের রাজধানীতে প্রতিযোগিতায় অস্কার, আকসেল এবং জ্যাকব এ ধরনের শীর্ষ নাম টপকে মোহাম্মদ নাম প্রথম হয়েছে। এছাড়া লুকাস, ফিলিপ ও অলিভারকে দেশব্যাপী সবচেয়ে জনপ্রিয় ছেলেদের নাম ঘোষণা করা হয়েছে। অসলো একটি ক্রমবর্ধমান মুসলমান সম্প্রদায়ের বসতি যেখানে প্রায় ১০ শতাংশ জনসংখ্যা ইসলামের অনুসারী। পাকিস্তানি, সোমালি, ইরাকি ও মরক্কোন অসলোতে একটি বৃহত্তম মুসলিম সম্প্রদায় তৈরি করেছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ