মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আসামের কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতা অখিল গগৈ রোববার কেন্দ্রিয় সরকারকে হুমকি দিয়ে বলেছেন, আসামের জনগণকে যদি যথাযথ সম্মান করা না হয় এবং নাগরিকত্ব সংশোধনী বিল পাস করা হয় তাহলে ‘আমাদেরকে সাহস নিয়ে সরকারকে বলতে হবে যে, আমরা ভারতের সঙ্গে না থাকার কথা বিবেচনা করবো।’ প্রস্তাবিত আইনের বিরুদ্ধে আসামের তিনসুকিয়া জেলার পানিতলায় এক প্রতিবাদ সভায় গগৈ বলেন, সরকার যদি আমাদের প্রাপ্য সম্মান দেয় তাহলে আমরা ভারতের সঙ্গে থাকবো। কিন্তু আদিবাসীদের মত উপেক্ষা করে বিলটি পাস করা হলে প্রত্যেক আসামীয়কে সাহস নিয়ে বলতে হবে যে আমরা ভারতের অংশ থাকবো না। প্রস্তাবিত আইনে অমুসলিমদের ভারতীয় নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা করা হয়েছে। অনেক দল ও সংগঠন বলছে যে এর ফলে সীমান্তবর্তী রাজ্যটির জনসংখ্যাগত বৈশিষ্ট্যের উপর নেতিবাচক প্রভাব পড়বে। তারা বলছে যে এই বিল ১৯৮৫ সালের আসাম চুক্তি বাতিল করে দেবে। ওই চুক্তিতে ১৯৭১ সালের মার্চের পর রাজ্যটিতে প্রবেশকারী ধর্ম নির্বিশেষে সকল অবৈধ অভিবাসীকে বহিষ্কারের কথা বলা হয়েছে। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ৭০টি সংগঠনের নেতৃত্বদানকারী গগৈ বলেন, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যে প্রয়োজন ও পরিস্থিতি তৈরি হলে, আসামকে অবশ্যই বলতে হবে যে আমরা ভারতের সঙ্গে থাকতে প্রস্তুত নই। সরকার যদি আমাদের সম্মান করে তাহলে আমরা ভারতের সঙ্গে থাকবো তা নাহলে আলাদা হয়ে যাবো। নাগরিকত্ব সংশোধন বিলের প্রতিবাদে মিজোরামে বহু সংগঠন প্রজাতন্ত্র দিবসের উৎসব বর্জন করেছে। এর আগে গৌহাটির এক জনসভায় বিচ্ছিন্নতাবাদী মন্তব্য করার জন্য আসামের পুলিশ গগৈ, সাহিত্য একাডেমী পুরস্কার বিজয়ী হিরেন গোহাইন ও সিনিয়র সাংবাদিক মানজিত মহন্তোর বিরুদ্ধে রাষ্ট্রোদ্রহ মামলা করে। এদিকে, নীলবাড়ি জেলায় বিজেপি কর্মীদের সঙ্গে অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন (আসু) কর্মীদের সংঘর্ষ হয়েছে। মূখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের এক হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে স্বাস্থ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা ও শিল্পমন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারি যাওয়ার সময় তার সঙ্গে থাকা মটরসাইকেল আরোহী গেরুয়া দলের কর্মীদের সঙ্গে নাগরিকত্ব বিলের বিরুদ্ধে বিক্ষোভরত ছাত্রদের সংঘর্ষ হয়। বিলটি বাতিলের দাবিতে আসু সদস্যরা কালো পতাকা নিয়ে বিক্ষোভ করছিলো। বিজেপি কর্মীরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্র সংগঠনটি ঘোগড়াপার থানায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে মামলা করেছে। এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।