মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আবারো বিক্ষোভে উত্তাল ফ্রান্স। জ্বালানি তেলের কর বৃদ্ধি ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ’র অর্থনৈতিক সংস্কারের প্রতিবাদে রোববার রাজধানী প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে প্রায় ৭০ হাজার ইয়েলো ভেস্ট বিক্ষোভকারী রাস্তায় নামেন। বিক্ষোভ দমাতে ৮০ হাজার পুলিশ রাজপথে অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্দোলনকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ও ক্যাঁদানে গ্যাস ছোঁড়ে নিরাপত্তা বাহিনী। এতে বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি গ্রেফতার হন অন্তত ৫২ জন আন্দোলনকারী। ফ্রান্সে জ্বালানি তেলের কর বাড়ার প্রতিবাদে শুরু হওয়া ইয়েলো ভেস্ট আন্দোলন কোনোভাবেই থামছে না। এ আন্দোলন এখন পরিণত হয়েছে প্রেসিডেন্ট ম্যাখোঁ বিরোধী বিক্ষোভে। যত দিন গড়াচ্ছে আরো সহিংস পরিস্থিতির দিকে যাচ্ছে এ বিক্ষোভ। বিক্ষোভের ১১তম সপ্তাহে রাস্তায় গানে গানে প্রতিবাদে নামেন হাজার হাজার ইয়েলো ভেস্ট আন্দোলনকারীরা। শুধু রাজধানী প্যারিসেই নয় পার্শ্ববর্তী শহরগুলোতেও জড়ো হতে থাকেন তারা। তবে তাদের দমাতে আগে থেকেই রাস্তায় অবস্থান নেয় হাজারো দাঙ্গা পুলিশ। পুলিশ বাধা দিলে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।