Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাঁসের মৃত্যুতে সংসদে শোক প্রকাশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

হাঁসের মৃত্যুতে শোক প্রকাশ করেছে নিউজিল্যান্ডের সংসদ। যে হাঁসটির জন্য শোক প্রকাশ করা হয়েছে; সেটির নাম ট্রেভর। যাকে বিশ্বের সবচেয়ে একাকী হাঁস হিসেবে অ্যাখ্যা দেওয়া হয়েছিলো। কুকুরের আঘাতে হাঁসটির মৃত্যু হয়েছে। বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, নিউজিল্যান্ডের প্রতিনিধি পরিষদের স্পিকার ট্রেভর মালার্ড সংসদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন হাঁসটির মৃত্যুতে। হাঁসটিকে প্রথম দেখা যায় দক্ষিণ প্রশান্ত মহাসাগরে দ্বীপ নিউইতে। ২০১৮ সালের জানুয়ারিতে এক বড় আকারের ঝড়ের পর হাঁসটিকে দেখা যায়। এরপর থেকেই দ্রুতই স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের কাছে সে তারকা হিসেবে পরিণত হয়। তবে হাঁসটি কীভাবে দ্বীপটিতে এসেছিল তা কেউ জানে না। নিউইর চেম্বার অব কমার্স বিভাগের প্রধান রাই ফিন্ডলি বলেন, আমাদের ধারণা সে এখানে উড়ে কিংবা ঝড়ের তোড়ে এসে পড়েছিল। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ