মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আরব দেশগুলো বর্তমানে পরমাণবিক শক্তিতে সমৃদ্ধ হওয়ার নীতি গ্রহণ করেছে। শক্তিশালী অর্থনীতি থাকলেও এতদিন সামরিক উন্নয়নে মধ্যপাচ্যের দেশগুলোর প্রচেষ্টা ছিল সীমিত। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে দেশগুলোতে পরমাণূ অস্ত্র তৈরির হিড়িক পড়েছে। এবার সে লক্ষ্যে অন্তত চারটি পরমাণু চুল্লি তৈরি করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। যা বর্তমানে নির্মাণাধীন অবস্থায় আছে। রোববার ইরানের পরমাণু বিশেষজ্ঞ আকবর সালেহির এক সাক্ষাৎকারের এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরা।
সাক্ষাৎকারে ইরানের পরমাণু বিশেষজ্ঞ বলেন, ‘আঞ্চলিক দেশগুলোর প্রতিক্রিয়া দেখতে ইরান প্রস্তুত, বিশেষ করে পারস্য উপসাগরীয় দেশগুলোর। সম্প্রতি আরব দেশগুলো পরমাণু চুল্লি স্থাপন করেছে। সেসব ক্ষেত্রে তাদের বিশেষজ্ঞ প্রয়োজন রয়েছে।’
সে সময় পরমাণু চুল্লির নিরাপত্তার গুরুত্বারোপ করে আকবর সালেহি আরও বলছেন, ‘এ পারমাণবিক চুল্লিগুলোর অবস্থান কুয়েত এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর কাছে। পারস্য উপসাগরীয় দেশগুলোর পারমাণবিক চুল্লির নিরাপত্তার জন্য এক টেকনিক্যাল কমিটিকে প্রস্তাব দিয়েছে ইরান। আমরা পারমাণবিক চুল্লিগুলোকে প্রযুক্তিগতভাবে বসিয়ে দেব।’ তিনি জানান, ইরানি এবং বিদেশি প্রযুক্তিগত বিশেষজ্ঞরা পারমাণবিক চুল্লির নিরাপত্তা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।