মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের প্রজাতন্ত্র দিবসে গতকাল শনিবার মিজোরামের গভর্নর প্রায় জনশূন্য অনুষ্ঠানস্থলে বক্তৃতা করেন। ভারতের ইতিহাসে এটি নজিরবিহীন ঘটনা। নাগরিকত্ব বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজ্যের সকল রাজনৈতিক দল, ছাত্রসংগঠন ও অন্য গ্রæপগুলো প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠন বর্জন করায় গভর্নর কুম্মানাম রাজশেখরন এ পরিস্থিতির সম্মুখীন হন। পুলিশ জানায়, রাজ্যের মন্ত্রী, এমএলএ ও পদস্থ সরকারি কর্মচারীরা ছাড়া একজন সাধারণ মানুষকেও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত দেখা যায়নি।
কর্মকর্তারা জানান, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ৬টি সশস্ত্র কন্টিনজেন্ট অংশ গ্রহণ করে। এ বার্ষিক অনুষ্ঠানে সাধারণত ৩০টি সশস্ত্র কন্টিনজেন্ট অংশগ্রহণ করে।
পুলিশ জানায়, রাজ্যের বিভিন্ন জেলা শহরের সদর দপ্তরে শান্তিপূর্ণভাবে প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে বিভিন্ন অনুষ্ঠান স্থলের কাছে বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করে।
গভর্নর রাজশেখরন তার বক্তৃতায় বলেন, রাজ্যের সীমান্ত রক্ষায় কঠোর ব্যবস্থা নেয়া হবে। সে সাথে সীমান্ত এলাকায় বসবাসকারী লোকদের উন্নয়নে কল্যাণ প্রকল্প গ্রহণে গুরুত্ব দেয়া হবে।
তিনি বলেন, মিজোরামে গ্রামভিত্তিক নাগরিক নিবন্ধনের ব্যবস্থা নেয়া হবে। রাজ্য সরকার মিজো পরিচয়, ঐতিহ্য ও মূল্যবোধ রক্ষা ও উন্নয়নে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, সরকার মিজোরামকে ভারতের পরিচ্ছন্নতম রাজ্যে পরিণত করার কাজ অব্যাহত রাখবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।