Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কুল-মাদরাসা ক্রীড়ায় সেরা গোলাপ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী শিক্ষা সমিতি আয়োজনে ৪৮তম জাতীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় সেরার খেতাব ধরে রেখেছে গোলাপ অঞ্চল (খুলনা ও বরিশাল)। তারা মোট ২৯৩ পয়েন্ট পেয়েছে। বরিশালে অনুষ্ঠিত গত আসরেও এই অঞ্চলটি হয়েছিল চ্যাম্পিয়ন। টানা ১২ বছর গোলাপ অঞ্চল চ্যাম্পিয়নশীপ ধরে রাখায় ক্রীড়াঙ্গণে একটি বিরল রেকর্ড গড়লো। অন্যদিকে বকুল অঞ্চল (সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা) ১৪৬ পয়েন্ট পেয়ে হয়েছে রানার্সআপ হয়েছে। গতকাল সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ,জ,ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর প্রদীপ চক্রবর্তী, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলামসহ বিভিন্ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অ্যাথলেটিক্স, ক্রিকেট, হকি, ভলিবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন ও টেবিল টেনিসের বিভিন্ন ইভেন্ট নিয়ে গত ২২ জানুয়ারি এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছিল এ প্রতিযোগিতা। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতায় সারা দেশের ৮০৮ জন ক্রীড়াবিদ অংশ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ