নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আগুন ঝরানোর ইঙ্গিতটা আগের দিনই দিয়ে রেখেছিলেন প্যাট কামিন্স। তার চূড়ান্ত রূপ দিলেন গতকাল। তার ক্যারিয়ার সেরা ম্যাচ ও ইনিংস বোলিং তান্ডবেই ব্রিসবেন টেস্টের স্থায়ীত্ব হলো মাত্র আড়াই দিন। তৃতীয় দিনের চা বিরতির আগেই ১৩৯ রানে গুটিয়ে ইনিংস ও ৪০ রানে হেরেছে শ্রীলঙ্কা। ২ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে গেল ১-০তে।
শ্রীলঙ্কার ১৪৪ রানের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৪ উইকেট ছিল কামিন্সের। এবার নিলেন ক্যারিয়ার সেরা ২৩ রানে ৬ উইকেট। সব মিলে ৬২ রানে ১০ উইকেট নিয়ে দিবা-রাত্রির টেস্টে সেরা বোলিং ফিগারও এখন তার। পেরিয়ে গেছেন পাকিস্তানের বিপক্ষে ১৭৪ রানে ১০ উইকেট নেয়ার আগের রেকর্ড। সঙ্গে অভিষিক্ত রিচার্ডসনও ছিলেন উজ্জল। ব্যট হাতে আলো ছড়ান হেড-লামুশেনরা। সব মিলে ভারতের কাছে টেস্ট সিরিজ হারের ক্ষতটা কিছুটা হলেও সারানোর রসদ পেল অজিরা।
ব্যাটিংয়ে লঙ্কারা ছিলেন অসহায়। দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ লাহিরু থিরিমান্নে করেন ৩২, ৯৮ বলে। দুই ইনিংসে ফিফটি মাত্র একটি। ১ ফেব্রুয়ারি ক্যানবেরায় অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা : ১৪৪ ও ৫০.৫ ওভারে ১৩৯ (আগের দিন ১৭/১) (করুনারত্মে ৩, থিরিমান্নে ৩২, চান্দিমাল ০, কুসল ১, রোশেন ৩, ধনাঞ্জয়া ১৪, ডিকভেলা ২৪, দিলরুয়ান ৯, লাকমল ২৪, চামিরা ৫, কুমারা (আহত অনুপস্থিত); স্টার্ক ০/৫৭, রিচার্ডসন ২/১৯, লায়ন ১/১৭, কামিন্স ৬/২৩)। অস্ট্রেলিয়া : ৩২৩। ফল : অস্ট্রেলিয়া ইনিংস ও ৪০ রানে জয়ী। সিরিজ : ২ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ১-০তে এগিয়ে। ম্যাচসেরা : প্যাট কামিন্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।